Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় ট্যালেন্ট হান্ট কম্পিটিশন সম্পন্ন

কক্সবাজারের পেকুয়ায় আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে মরহুম অধ্যক্ষ রেজাউল করিম চৌধুরীর স্মরণে রয়েল একাডেমির সার্বিক সহযোগিতায় ১ম বারের মতো ট্যালেন্ট হান্ট কম্পিটিশন মেধাবৃত্তি সম্পন্ন হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় উৎসবমূখর পরিবেশে পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ১১৩ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদ্রাসার হলরুমে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুর রশিদ ও হল সুপার হিসেবে মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গনি দায়িত্ব পালন করেন। এছাড়া মেধা বৃত্তি পরীক্ষার সদস্য সচিবের দায়িত্ব পালন করেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সেক্রেটারি আব্দুল হাকিম আসবাব।
মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ আরমান বিন কাশে।

এদিকে আগামী ২০ নভেম্বর ট্যালেন্ট হান্ট কম্পিটিশন মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এছাড়া ডিসেম্বরের ২য় সপ্তাহে পুরস্কার বিতরণ করা হবে বলে নিশ্চিত করেছেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মোহাম্মদ কাইছার।

উল্লেখ্য মেধা বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণকারী শ্রেণি ভিত্তিক প্রথম ৫ জনসহ সর্বমোট ৩৮ জন শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট, বইসহ নগদ অর্থ প্রদান করা হবে।

54Shares