২০১৮ সালের ১০ ডিসেম্বর বিকেলে বিএনপির এমপি প্রার্থী এডভোকেট হাসিনা আহমদ ও দলীয় নেতা-কর্মীর উপর হামলা চালিয়ে গুলি এবং ২০২৪ সালের ৩ নভেম্বর রাতে মাতামুহুরী ব্রীজের উপর ইজিবাইক গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে চকরিয়া থানায় দুটি মামলা রুজু হয়েছে। এ দুটি মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে ৩৩৬জন। অজ্ঞাত আসামি দেখানো হয়েছে আরও দুইশত থেকে চারশতজনকে।
আসামিদের মধ্যে অন্তত একশতজনকে দুটি মামলাতেই আসামি করা হয়েছে। একটিতে ১৫৬ ও আরেকটিতে ১৮০ জন আওয়ামী লীগের নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
১৮০ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ১০০-২০০ জনকে আসামি করে মামলাটি করেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন। অপরদিকে ১৫৬ জনের নাম উল্লেখ এবং আরও ১০০-২০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলাটি করেছেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
দুটি মামলাতে এজাহারনামীয় আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য জাফর আলম, সালাহউদ্দিন আহমদ সিআইপি, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক আবু মুছা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সাকিব, নজরুল ইসলাম রাসেল, নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, সাবেক এমপির ভাতিজা জিয়াবুল হক, ছেলে মালয়েশিয়া প্রবাসী তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান যথাক্রমে আজিমুল হক আজিম, দিদারুল হক সিকদার, বদিউল আলম, শওকত ওসমান, আওরঙ্গজেব বুলেট, হেলাল উদ্দিন, হাসানুল ইসলাম আদর, জামাল হোসেন চৌধুরী, নবী হোছাইন চৌধুরী, মক্কী ইকবাল হোসেন, মেহরাজ উদ্দিন মিরাজ, মিরানুল ইসলাম, এস এম জাহাঙ্গীর আলম। এছাড়াও চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরহান মাহমুদ রুবেল, সাবেক সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিব, তারেকুল ইসলাম রাহিত, তানভীর হাসান রিফাত প্রমূখ।
একসঙ্গে দুটো মামলা রুজু করার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।