Search
Close this search box.
Search
Close this search box.

শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে তামাকজাতদ্রব্য ব্যবহার-বিক্রি নিষিদ্ধ

পেকুয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগমের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, পেকুয়া বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশিষ বোস, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, পেকুয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল ও চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ছিদ্দিকী প্রমুখ।

সেমিনারে আইনের ধারা, অপরাধ ও শাস্তির বিষয়ে অবহিত করে সহকারী কমিশনার ভূমি নুর পেয়ারা বেগম বলেন, ভোক্তাধিকার বাস্তবায়নে সুনির্দিষ্ট আইন রয়েছে। ওই আইনের ধারায় অভিযান পরিচালনা করে থাকি। অতিরিক্ত মোনাফালোভী অসাধু কিছু ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করে যাচ্ছে। এদের বিরুদ্ধে সম্প্রতি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে অর্থ জরিমানা করেছি। অভিযান চলামান থাকবে। নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। আমরা জানি স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে সিগারেট, বিড়ি, গুল ও জর্দাসহ কোন ধরনের তামাকজাত দ্রব্য ব্যবহার ও বিক্রয় এবং দোকানসমূহে তামাক-সিগারেটের কোন ধরনের প্রচার বিজ্ঞাপন ব্যবহার ও লাগানো আইনত নিষিদ্ধ। এ ব্যাপারে কঠোর আইন রয়েছে।

তিনি বলেন, সিগারেট ও তামাকজাতদ্রব্য বিজ্ঞাপন ব্যবহারকারী ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা বা তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের বিধান রয়েছে। এ বিধান সম্পর্কে জনগনকে সচেতন করতে হবে। এসময় তিনি নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানসমূহে মূল্য তালিকা টাঙ্গানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। এছাড়া ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি করতে সকলের সহযোগিতা কামনা করেন নূর পেয়ারা বেগম।

এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, আমরা যদি স্ব স্ব অবস্থানে থেকে ভোক্তাদের সচেতন করি তাহলে কিছুটা সহনশীল পর্যায়ে আসবে। এবিষয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি পণ্যের মোড়ক ব্যবহার না করে, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ঘটায়, পণ্য উৎপাদনে বৈধ প্রক্রিয়া না মানে, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাদের প্রতারণা করে, ওজনে ও পরিমাপে কারচুপি ও নকল পণ্য প্রস্তুত করে থাকে তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবী জানান।

সেমিনারে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী জয় প্রকাশ চাকমা, মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভীর আহমদ, তথ্যসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পারভীন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ের অফিস সহায়ক মোহাম্মদ আনিচুর রহমান, বারবাকিয়া ইউপি সদস্য মো. ইউনুছ, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আজিজুল হক, সদস্য মো. রিদোয়ান, মঈন উদ্দিন, ফার্মাসিস্ট মো. শোয়াইব , মো. সিহাব উদ্দিন, আব্দুল আলিম, নুরুল আজিম, মোরশেদুল আলম, মোহাম্মদ রফিক আহামদ, জাফর আলম, মোহাম্মদ আরিফ উল্লাহ, মোহাম্মদ নওশা মিয়া ও বেলাল উদ্দিন।

55Shares