কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীতে আলহাজ্ব মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার উৎসব মূখর পরিবেশে তৃতীয়বারের মতো ওই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০টি কক্ষে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মেধা বৃত্তি পরীক্ষা নেয়া হয়। পেকুয়ার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম ১৭৭ ও মাধ্যমিক ও সমমান হতে ৮ম শ্রেণির ১৩৮ জনসহ ৩১৫ জন পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের সভাপতি এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরী।
কেন্দ্র সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউছুপ। এছাড়া সহকারী কেন্দ্র সচিব হিসেবে সহকারী প্রধান শিক্ষক ছৈয়দুল আলম, হল সুপার হিসেবে বিইউআই কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল করিম, সহকারী হল সুপার হিসেবে ফৈয়জুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছরওয়ার আলম ও প্রধান শিক্ষক কায়ছার উদ্দীন দায়িত্ব পালন করেন।
এদিকে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের সভাপতি এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরী।