Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় বিয়ে বাড়ির ডেকোরেশনের তারে জড়িয়ে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালীর উত্তর পাড়ায় বিয়ে বাড়ির ডেকোরেশনের তারে জড়িয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. হামিদ (৫)। সে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকার মোহাম্মদ কামাল হোসেনের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাজ্জাদুল ইসলাম বলেন, কামাল হোসেন তাঁর স্ত্রী আনিছা বেগম ও ছেলে হামিদকে নিয়ে কয়েকদিন আগে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রোববার থেকে কামালের শ্বশুরবাড়ির পাশে মোস্তাকের বাড়িতে বিয়ের আয়োজন চলছে। সেখানে আজ বেলা সাড়ে ১১টার দিকে আলোকসজ্জার জন্য আনা ডেকোরেশনের তারে জড়িয়ে কামালের শিশুপুত্র মোহাম্মদ হামিদ মারা যায়। মুহুর্তেই বিয়ে বাড়ির আনন্দ বিষাদে রূপ নেয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় লাশটি দাফন করা হয়েছে।

1Shares