Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় ইসলামী বাংকের ঋণ খেলাপীর মামলায় গ্রেপ্তার ১

চকরিয়া ইসলামী ব্যাংকের ঋন খেলাপীর অভিযোগে দায়ের করা মামলায় শাকেরা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে চকরিয়া থানা পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করেছে।

শাকেরা বেগম মেসার্স এস কে এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী। তিনি চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের ঘনশ্যাম বাজার এলাকার আহমদ কবিরের স্ত্রী। 

ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আমাদের  চকরিয়া শাখার ঋণ খেলাপীর দায়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি সিআর মামলা (নং-৯৮/২০২৪ ইং) করা হয় শাকেরা বেগমের বিরুদ্ধে। ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর আজ সন্ধ্যায় পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে শাকেরা বেগমকে গ্রেপ্তার করে।

1Shares