কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকার সংরক্ষিত বন থেকে পাঁচটি ঝুপড়ি ঘর ও এক একর তামাক খেত উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে বনবিভাগ।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, বনের কিছু জমি দখল করে তামাক খেত করেছিল কিছু দুর্বৃত্ত। বনকর্মীদের নিয়ে আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক একর তামাক খেত উচ্ছেদ করা হয়েছে। এছাড়া সংরক্ষিত বনে নির্মাণ করা পাঁচটি ঝুপড়ি ঘরও উচ্ছেদ করা হয়।
তিনি বলেন, বন, বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
7Shares