Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় বিভিন্ন মামলার পাঁচ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত থানা পুলিশের পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। চকরিয়া থানা পুলিশের মিডিয়া শাখা থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোঁজাখালী জলদাশ পাড়া এলাকার শ্যামকুঞ্জ দাশের ছেলে নিখিল দাশ (৩৮), চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তরছঘাট এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ ছাবের (২১),  একই ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার মৃত সোলায়মানের ছেলে মোহাম্মদ আকবর (২১), খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার ছাবের আহামদের ছেলে গিয়াস উদ্দিন (৪৫) ও তাঁর ভাই শাহাব উদ্দিন (৪০)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. মঞ্জুর  কাদের ভূঁইয়া বলেন, পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫ আসামিকে শনিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

2Shares