Search
Close this search box.
Search
Close this search box.

‘ছাত্রদের মিছিলে হামলার পরিকল্পনাকারী’ মগনামার আওয়ামী লীগের নেতা রিপন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের মিছিলে হামলার পরিকল্পনাকারী কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলতান মোহাম্মদ রিপনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মগনামা ইউনিয়নের মহুরীপাড়া এলাকার মৃত মাহবুবুর রহমান চৌধুরীর ছেলে।

আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে পেকুয়া চৌমুহনী থেকে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দূর্জয় বিশ্বাসের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগে পেকুয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের মিছিলে হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলতান মোহাম্মদ রিপন। এছাড়া তাঁর বিরুদ্ধে মগনামার জয়নাল হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। গোপন সংবাদে খবর পেয়ে পেকুয়া চৌমুহনী থেকে আজ তাকে গ্রেপ্তার করা হয়।

জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে লাঠি হাতে মাঠে নামেন মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা । এতে নেতৃত্ব দেন মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলতান মোহাম্মদ রিপন। ছবি সংগৃহিত

গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পুলিশের বিশেষ অভিযানে মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পেকুয়া থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে কাল মঙ্গলবার আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

ওসি বলেন, আওয়ামী লীগ নেতা রিপন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লাঠি হাতে ছাত্রদের মিছিলে হামলার চেষ্টা করেছিলেন। সেই তথ্য প্রমাণও পুলিশের হাতে এসেছে।

9Shares