Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্ব প্রতিবন্ধী দিবসে ফুলগাজীতে ‘প্রতিবন্ধীদের বন্ধু’ আলী তানবীর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র প্রতিবন্ধীদের বন্ধুখ্যাত আলী তানবীরের উদ্যোগে সাম্প্রতিক ভয়াবহ বন্যা দুর্গত এলাকা ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ফুলগাজী উপজেলা চত্বরে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। এসময় প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার( ভূমি) মাশিয়াত আক্তার। এসময় উদ্যোক্তা তানবীরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সরকারের পাশাপাশি দেশের বিত্তবান ও তরুণরা এগিয়ে আসলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি সকল ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন আসবে।

উদ্যোক্তা আলী তানবীর বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান আরেকটু উন্নত করতে গত ৬ বছর ধরে আমি দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নত করা বিষয়ক সচেতনতা,অসহায় শিশুদের প্রয়োজনীয় সহায়ক উপকরণ প্রদান করে আসছি। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। সবক্ষেত্রে নিজ নিজ উদ্যোগে এগিয়ে আসলে দেশ তবেই সংস্কার হবে।

এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক সাইফুল ইসলাম চৌধুরী।

43Shares