Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১৩

পেকুয়ায় জমি বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৩জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ২নং ওয়ার্ডের শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতেরা হলেন মোজাফ্ফর আহমদের ছেলে নাজিম উদ্দিন (৭০), আব্দু রশিদের ছেলে আবুল বশর (৬০), ছৈয়দ আকবরের স্ত্রী জোসনা আকতার (৪০), মোহাম্মদ আলমগীরের স্ত্রী জুলেখা বেগম (২২), মোজাহের আহমেদের ছেলে মো. রশিদ (৫০), জামাল হোসেনের ছেলে মোস্তাফা (৬০), মোজাহের মিয়ার ছেলে হামিদুর রহমান (২৭), আহসানুল করিম (২৫) ও রমজান আলী (৩৩), আহমদ হোসাইনের ছেলে দিদারুল ইসলাম (৩৫), নাছির উদ্দীনের স্ত্রী জাহেদা বেগম (৩২), রেজাউল করিমের স্ত্রী রোকসানা বেগম (৪২) ও আব্দুর রশিদের ছেলে শাহাজাহান (৪০)।

স্থানীয় লোকজন বলেন, মগনামার কিছু জমি নিয়ে স্থানীয় মোজাফফর আহমদের সঙ্গে রেজাউল করিমের বিরোধ চলে আসছে। এনিয়ে স্থানীয়ভাবে দু’পক্ষের মধ্যে একাধিক সালিশ হয়েছে। সম্প্রতি বিরোধীয় বিষয় সেনা বাহিনীর মাধ্যমে নিষ্পত্তি করা হয়। গতকাল দুপুরে মোজাহের মিয়ার ছেলে রেজাউল করিম, রমজান আলী, বাবুল, নুরু নবী জসিম উদ্দিন লোকজন নিয়ে বিরোধীয় জমিতে লবন উৎপাদনের জন্য মাঠে কাজ করতে যায়। খবর পেয়ে মোজাফফর আহমদের পরিবারের লোকজন বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে মারামারি হলে অন্তত ১৩জন আহত হন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, জমির বিরোধের ঘটনার জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে। পুলিশ গিয়ে দু’পক্ষের আহতদের হাসপাতালে ভর্তি করেছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেননি।

15Shares