কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা গ্রামে জাকের হোসেন (২০) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাকের হোসেন ছয়কুড়িটিক্কা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি ফেরি করে মাছের ব্যবসা করতেন।
নিহতের পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, জাকের হোসেন তাঁর বাবার সঙ্গে ভ্যানে ফেরি করে মাছের ব্যবসা করতেন। শুক্রবার বিকেলে বাড়ির পাশের ছয়কুড়িটিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কের ওপর ৪-৫জন যুবকের সঙ্গে জাকের হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাকেরের পেটে ছুরিকাঘাত করেন ওই যুবকেরা। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যা সাতটার দিকে চকরিয়া থানার পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জাকেরের মরদেহ উদ্ধার করেন। পরে সেখানে যান চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিব উর রাজা ও চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী। সহকারী পুলিশ সুপার রাকিব উর রাজা বলেন, কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া করছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।