চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা এলাকায় বখাটের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী জাকের হোসেন (২০) খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার সকালে চকরিয়া থানা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে মোহাম্মদ রিয়াজুলকে (২২) আটক করে। আটক রিয়াজুল ঢেমুশিয়া ইউনিয়নের বাসিন্দা নাজিম উদ্দিনের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) রাকিব উর রাজা বলেন, মাছ ব্যবসায়ী জাকের হোসেন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত পরিবার পক্ষে থেকে কেউ এজাহার জমা দেয়নি।
গত শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাছ ব্যবসায়ী জাকের হোসেনকে খুন করা হয়। তিনি ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় আব্দুল কাদেরের ছেলে।