কক্সবাজারের চকরিয়ায় সবধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক কারবার বন্ধে জনগণের সহযোগিতা চেয়ে এবার মাইকিং শুরু করেছেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সকাল থেকে ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) গাড়িতে মাইক টাঙিয়ে চকরিয়া থানার ওসির পক্ষ থেকে জনসাধারণকে আহবান জানিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার ভুমিকার কারণে চকরিয়া উপজেলায় জনগণের মাঝে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। শুরু হয় কর্মচাঞ্চল্য।
কিন্তু সম্প্রতি কতিপয় লোকজন দলবদ্ধ হয়ে কিংবা ক্ষেত্রবিশেষে অনেকে বিভিন্ন কায়দায় দাপট দেখিয়ে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার বিভিন্ন জনপদে নিরীহ মানুষকে জিন্মি করে ভয়ভীতি দেখিয়ে নানাভাবে চাঁদাবাজি চালাচ্ছে। পাশাপাশি অনেকে দখলবাজি, মাদক কারবারসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে মেতে উঠেছে।
ওসি বলেন, এলাকাভিত্তিক এধরণের বেশকিছু ঘটনা নিয়ে ইতোমধ্যে ভুক্তভোগী অনেকে পুলিশের দ্বারস্থ হয়েছেন। কতিপয় দুবৃর্ত্ত পুলিশের নাম ভাঙিয়েও এধরণের অপকর্ম করেছে বলে তথ্য পাওয়া গেছে। এই অবস্থায় সংশ্লিষ্ট এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ব্যাপারে থানা পুলিশকে সঠিক তথ্য দিয়ে অভিযুক্ত চাঁদাবাজ, সন্ত্রাসীদের গ্রেপ্তারর স্থানীয় জনগণের সহযোগিতা চেয়ে উপজেলার সর্বত্রে মাইকিং করা হচ্ছে।
ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদককারবারি চক্রের তথ্য প্রাপ্তি সাপেক্ষে আমরা জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহন করবো। পাশাপাশি তথ্যদাতা সংশ্লিষ্ট নাগরিকদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হবে। এইজন্য চকরিয়াবাসির আমরা সহযোগিতা চাই।