Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজারে বন্ধুসভার দক্ষতা উন্নয়নে কর্মশালা

কক্সবাজারে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে দেড় শতাধিক তরুণদের নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালায় বক্তারা বলেছেন,’নতুন বাংলাদেশ গড়তে তরুণদের সব ক্ষেত্রে দক্ষ হতে হবে। এক্ষেত্রে তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।’

গতকাল শুক্রবার সকাল ১০টায় সৈকত নগরী কক্সবাজারের লাবণী পয়েন্টের কল্লোল হোটেলের কনফারেন্স রুমে এই কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

কর্মশালাটি উদ্বোধন করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজ ইসলাম।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা। অনুষ্ঠানে বক্তব্য দেন আর্টিকেল নাইনটিন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার শাহনেওয়াজ পাটোয়ারী।

এই কর্মশালায় সহযোগিতা দিচ্ছে গ্লোবাল অ্যাপেয়ার্স কানাডা অ্যাণ্ড আর্টিকেল নাইনটিন, জে এন্ড জেড গ্রুপের প্রতিষ্ঠান হোটেল কল্লোল।

কর্মশালায় নাগরিক সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ দেন বন্ধুসভার জাতীয় কমিটির সভাপতি জাফর সাদিক, উপস্থাপনা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন উপস্থাপক, অভিনেত্রী ও বন্ধুসভার জাতীয় কমিটির নির্বাহী সভাপতি মৌসুমি মৌ, নেতৃত্ব ও যোগাযোগ নিয়ে প্রশিক্ষণ দেন বন্ধুসভার জাতীয় কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন মল্লিক, পর্যটনে যুবকদের সুযোগ নিয়ে প্রশিক্ষণ দেন জে অ্যাণ্ড জেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজ ইসলাম বলেন, দক্ষতা উন্নয়নে নিজের প্রচেষ্টার কোনো বিকল্প নেই। উপস্থাপনায়, পর্যটনে, উদ্যোক্তা তৈরিতে দক্ষতা বিষয়ক কর্মশালা মাইলফলক হিসেবে কাজ করবে। বিশেষ করে তরুণ দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে।

প্রশিক্ষণ কর্মশালার ফাঁকে ফাঁকে অনুষ্ঠানটি কৌতুক আর গানে মাতিয়ে তুলেন মিরাক্কেল তারকা কমরউদ্দিন আরমান।

প্রশিক্ষণ নিতে গিয়ে মৌসুমি মৌ বলেন, উপস্থাপনার ক্ষেত্রে আত্মবিশ্বাস বড় নিয়ামক। আত্মবিশ্বাসী মানুষকে কেউ হারাতে পারে না।

জাফর সাদিক বলেন, নাগরিক সাংবাদিকতার ক্ষেত্রে ভুল তথ্য ও অপতথ্য প্রচার বড় চ্যালেঞ্জ। অনলাইন মাধ্যমে যে কোন তথ্য প্রচারে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে ডিজিটাল সিকিউরিটি আইন ও সাইবার নিরাপত্তা আইন অন্যতম বাধা।

আর্টিকেল নাইনটিন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার শাহনেওয়াজ পাটোয়ারী অনলাইন মাধ্যমে নারীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার বিষয়ে গুরাত্বারোপ করেন।

ইমরান হাসান বলেন, ট্যুরিজম সেক্টরে দক্ষ জনশক্তি নেই। দক্ষতা উন্নয়ন করতে পারলে সফলতা অর্জনের সুযোগ তৈরি হবে। এক্ষেত্রে যেটি কাজে দেবে সেটি হচ্ছে, বাবার পকেট থেকে টাকা না নেওয়া, নিজেকে সাবলম্বী হিসেবে তৈরি করা। সমাজের সবচেয়ে অবহেলিত ছেলেটি রেস্তোরাঁয় কাজ করছে। অথচ এমনটি হওয়ার কথা ছিল না। পর্যটনে অফার সম্ভাবনা আমরা নিতে জানছি না। কক্সবাজার বিমানবন্দরে বিমান থেকে নামলেই শুটকির গন্ধ নাকে ঢুকে। আবর্জনায় ভরপুর পুরো সৈকত নগরী। আমরা কেন এটা পরিস্কার রাখি না। এভাবে থাকলে কেন পর্যটক আসবে? তরুণদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পরামর্শ দেন তিনি।

আব্দুল কুদ্দুস রানা বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র নগরীর জন্য কক্সবাজার যেমন সারা বিশ্বে বিখ্যাত, আবার মাদকের জন্য সারাদেশে বদনাম রয়েছে। কক্সবাজার বন্ধুসভা মাদকের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করে তরুণদের সচেতনতার পাশাপাশি বদনাম ঘুচানোর কাজ করছে। বন্ধুসভা বন্যায়-দুর্যোগে মানুষের জন্য কাজ করছে। এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নিয়েছে। তরুণদের দক্ষতা উন্নয়নে বন্ধুসভা তৃণমূলে নাবিকের ভূমিকা পালন করছে।

0Shares