Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এ প্রতিপাদ্য উপজেলা প্রশাসন এবং সিমস প্রকল্প প্রত্যাশীর উদ্যোগে ও হেলবেটাস বাংলাদেশের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে  কক্সবাজারের চকরিয়ায়। এ উপলক্ষে বুধবার  (১৮ ডিসেম্বর) সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিমস প্রকল্প প্রত্যাশী প্রজেক্ট অফিসার শওকতুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি নিয়ম মেনে বিদেশে যেতে হবে। তাহলে সেখানে কোনও বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে না। এছাড়া দালাল চক্রের কুপরামর্শ থেকে নিজেদের দূরে রাখতে হবে। নিরাপদ অভিবাসন হলে তবেই সে উন্নয়ন টেকসই হবে।
বক্তারা আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভূত ভূমিকা রেখে চলেছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অন্যতম প্রধান স্তম্ভ। আজকের এই দিবসের যে প্রতিপাদ্য এটি শুধু বাংলাদেশ নয়, আইওএমের সদস্যভুক্ত ১৯৩টি দেশের অঙ্গীকার এটি। দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশ না গিয়ে সঠিক উপায়ে বিদেশ যাওয়ার অনুরোধ জানান তারা।

এসময় উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তাফা, সিমস প্রকল্প প্রত্যাশীর উপজেলা কো-অর্ডিনেটর মো. কামরুজ্জামান, চকরিয়া প্রবাসী ফোরাম সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ূন কবির ইছহাক, ফিস ফর ফাউন্ডেশনের রিয়াদ মাহমুদ, সিমস প্রকল্পের সালাউদ্দিন শামিম ও রাবেয়াসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ বিদেশে অবস্থানকারীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

0Shares