Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় পরিকল্পনা মন্ত্রণালয়ের বিপিপিএ কার্যাবলী ও ই-জিপি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সরকারি ক্রয় কার্যক্রম প্রক্রিয়াকরণ নিয়ে দরদাতা ও সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ পাবলিক প্রসিকিউমেন্ট অথরিটি (বিপিপিএ) ও ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় চকরিয়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক সিস্টেমে ই-জিপি দরপত্র আহবানসহ নানা ধরণের সুযোগ-সুবিধাসমুহ নিয়ে এই কর্মশালায় আলোচনা করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পাবলিক প্রসিকিউরমেন্ট অথরিটি বিপিপিএ’র প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মীর্জা আশফাকুর রহমান।

কর্মশালার শুরুতে তিনি স্বাগত বক্তব্যে উন্মুক্ত করে দেয়া ওয়েবসাইট সম্পর্কে এবং সিস্টেম নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় বিপিপিএ’র প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মীর্জা আশফাকুর রহমান বলেন, বাংলাদেশে ই-জিপি এখন সফল এবং সারাবিশ্বে এখন খুবই সমাদৃত। সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, ক্রয় প্রক্রিয়া সহজীকরণ এবং ক্রয় কাজে অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন বাজেটের পরিমাণ প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। সে অনুযায়ী সরকারি ক্রয়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। সরকারি ক্রয় প্রক্রিয়াজনিত বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) গঠন করা হয়েছে। অনলাইনে দরপত্র আহ্বান, ক্রয় সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট এবং ঠিকাদার ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকদের ধারণা প্রদানের জন্য এই সচেতনতা কার্যক্রম নেয়া হয়। অনলাইন সিস্টেমে দরপত্র আহবান ও ওয়েবসাইটের সাথে সম্পৃক্ততা লক্ষে মূলত ই-জিপি সচেতনতামূলক কর্মশালা।

তিনি আরও বলেন, এক সময় কাগজের যে পরিমাণ অপচয় হতো তা ই-জিপি সিস্টেম চালুর কারণে কাজের ক্ষেত্রে অর্থ, সময়, কাগজসহ সব ধরনের সাশ্রয় হচ্ছে। বিশেষ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। এখন আর কোন টেন্ডার ড্রপ করতে হলে জীবননাশসহ ভয়ভীতি কাজ করে না। পুলিশ ও ম্যাজিস্ট্রেট টেন্ডারের সময়ে বসে থাকতে হয় না। বর্তমানে আমরা সেই পর্যায়ে এসে পৌঁছেছি। বিশ্বব্যাংকের সহায়তায় বিপিপিএ ডাইম্যাপ বাস্তবায়ন করছে। ই-জিপি সিস্টেম সম্পর্কে জানতে ২০১১ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সিপিটিইউ পরিদর্শন করেছে। ২০৩০ সালের মধ্যে টেকসই সরকারি ক্রয় ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে টেকসই সরকারি ক্রয় নীতিও ইতোমধ্যে অনুমোদন হয়েছে। ই-জিপিকে আরো কার্যকর করার উদ্দেশ্যে বেশকিছু উল্লেখ যোগ্য সিডিউল সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে পুরো সরকারি ক্রয় ব্যবস্থাপনা প্রক্রিয়াই এখন অনলাইনে করা যায়। সরকারি ক্রয় প্রক্রিয়া ই-জিপি সিস্টেমে ক্রয়কারী কার্যালয়ের কর্মকর্তারা তাদের অফিসে বসেই কাজ করতে পারবেন। এজন্য আমরা ই-জিপি সিস্টেমকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে সমন্বয় করা হয়েছে বলে তিনি জানান। 

কর্মশালায় চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চকরিয়া থানা, চকরিয়া পৌর প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঠিকাদার, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

0Shares