Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ার আলোচিত দুটি হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর এলাকার আলোচিত সেলিম উদ্দিন ও চৌকিদার শফিউল আলম এবং কৈয়ারবিল ইউনিয়নের কলেজ ছাত্র আইয়ুব হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল ও থানা পুলিশের একটি টিম পৃথক ভাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড চরণদ্বীপ এলাকার সাহাব মিয়ার ছেলে আমির হোসেন (২৩) ও গোলাম কবিরের ছেলে রুহুল কাদের (২৪)। তারা দু’জনেই মানিকপুর এলাকার আলোচিত ডাবল মার্ডার সেলিম উদ্দিন ও চৌকিদার শফিউল আলম হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি।
অপরদিকে পুলিশের অভিযানে গ্রেপ্তার  আসামি হলেন চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড আমান পাড়া এলাকার আমির হোছনের ছেলে মো. মিনার (২২)। তিনি কৈয়ারবিল ইউনিয়নের ডিককুল এলাকায় কলেজ শিক্ষার্থী আইয়ুব হত্যার এজাহারনামীয় প্রধান আসামি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, র‍্যাব-৭ একটি আভিযানিক দল বুধবার সকালে উপজেলার মানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত দুই হত্যাকান্ড সেলিম উদ্দিন ও চৌকিদার শফি আলম হত্যা (ডাবল মার্ডার) মামলার ২ আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। এছাড়াও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কৈয়ারবিল ইউনিয়নের ডিককুল এলাকায় কলেজ শিক্ষার্থী আইয়ুব হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিন হত্যায় গ্রেপ্তার তিন মামলার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

0Shares