কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার কক্সবাজার সদর পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইজ্জতুল আনোয়ার রুমেল আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ রেজাউল করিম।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদের সদস্য মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদের সদস্য মোহাম্মদ ইসহাক।
সম্মেলনে সহসভাপতি পদে মকছুদ উল্লাহ, সহসাধারণ সম্পাদক পদে মো. মুবিনুল হক, সাংগঠনিক সম্পাদক পদে পবন বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে সুভাষ চন্দ্র দে, প্রচার সম্পাদক পদে কাইছারুল ইসলাম, প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ ইসমাইল, ক্রীড়া, সাংস্কৃতিক, কল্যাণ ও পুনর্বাসন সম্পাদক পদে রনি দে, সদস্য পদে হেলাল উদ্দিন সিকদার, রুমি আহমেদ ও মোহাম্মদ ইসহাক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদের সদস্য মোহাম্মদ ইসহাক। কেন্দ্রীয় কমিটির কাছে কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নবনির্বাচিত কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেছেন মোহাম্মদ ইসহাক ও মো. কুতুব উদ্দিন।