Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম হত্যায় ১৮জনের বিরুদ্ধে অভিযোগপত্র

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা দুটি মামলায় ১৮জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এরমধ্যে ছয়জন আসামি পলাতক রয়েছেন। আজ রোববার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল কবির অভিযোগপত্র গ্রহণ করে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকী পরোয়ানার আদেশ দিয়েছেন।

গতবছরের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারান সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩)। এঘটনায় ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা মামলা দায়ের করেন। চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদি হয়ে একই আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা রুজু করেন। মামলা দুটি তদন্তের দায়িত্ব পান চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী।

আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ চার মাসের তদন্ত শেষে ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকায় এজাহারনামীয় ছয়জন আসামিকে বাদ দেন এবং নতুন করে সাতজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন।

আদালতে যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন জালাল উদ্দিন ওরফে বাবুল, হেলাল উদ্দিন, মোহাম্মদ আরিফ উল্লাহ, আনোয়ার হাকিম, জিয়াবুল করিম, মো. ইসমাইল হোসেন ওরফে হোসেন, নুরুল আমিন, নাছির উদ্দিন, আব্দুল করিম, মোহাম্মদ সাদেক, আনোয়ারুল ইসলাম, মোরশেদ আলম, শাহ আলম, আবু হানিফ, এনামুল হক ওরফে তোতলা এনাম, মো. এনাম, মো. কামাল ওরফে ভেন্ডি কামাল ও মিনহাজ উদ্দিন। এদের মধ্যে আব্দুল করিম, আনোয়ারুল ইসলাম, মোরশেদ আলম, শাহ আলম, আবু হানিফ ও মিনহাজ উদ্দিন পলাতক রয়েছে। বাকি আসামিরা গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, গতকাল শনিবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৮জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আজ রোববার আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেছেন এবং পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকী পরোয়ানা জারি করেছেন।

0Shares