কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের পশ্চিম কাছারী মোড়ায় অবস্থিত সাংবাদিক এস এম হানিফ শিক্ষা একাডেমির ৭০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একাডেমি প্রাঙ্গণে এই কার্যক্রম চলে। পরে চকরিয়ার সুনামধন্য তাহিরা’স কিচেনের স্বত্বাধিকারী তনিমা কবিরের উদ্যোগে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করা হয়।
রক্তের গ্রুপ মানুষের খুব জরুরি তথ্য। আকস্মিক বিপদে যেমন একই গ্রুপের মানুষকে রক্ত দিতে হতে পারে, তেমনই মা–বাবার পজিটিভ-নেগেটিভ গ্রুপের কারণে সন্তানের জীবনও হতে পারে সংকটাপন্ন। তা ছাড়া নির্দিষ্ট কিছু গ্রুপের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রোগের ঝুঁকিও থাকে বেশি।এইসব প্রয়োজনীয়তা উপলব্ধি করে চকরিয়া প্রথম আলো বন্ধুসভা ও পেকুয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নূর আয়েশা খান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত চকরিয়া বন্ধুসভা প্রধান উপদেষ্টা ও প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ বলেন, বেঁচে থাকার তাগিদে রক্তের গ্রুপ জানা খুবই প্রয়োজন। তাই নিজের রক্তের গ্রুপ জেনে নিন এবং কাছের মানুষদের তা জানিয়েও রাখুন।
অনুষ্ঠানে চকরিয়া বন্ধুসভার সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নিজের বিপদে, মানুষের তরে রক্তের গ্রুপ নির্ণয় করা খুবই জরুরি। তাই আমাদের সবার রক্তের গ্রুপ নির্ণয় করা এবং জেনে রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া বন্ধুসভার উপদেষ্টা ও সাবেক সভাপতি শোয়াইবুল ইসলাম, সহসভাপতি জাহেদুল আলম রিফাত, সাধারণ সম্পাদক আরমান মুহাম্মদ রাফি, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু তৈয়ব, নূর- আয়েশা খাঁন ফাউন্ডেশনের সমন্বয়ক আমজাদ হোছাইন, তারেক নাজেরী, মো. তাজবীদ ও সাইফুল নাজেরী।