Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় সাংবাদিকের স্ত্রী-মেয়েকে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

কক্সবাজারের চকরিয়ায় মা-মেয়ের হত্যাকারী শওকত হাসান ওরফে মেহেদীর ফাঁসির দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের ব্যানারে ও সচেতন এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া জনতা শপিং সেন্টার থেকে শুরু করে চকরিয়া হাসপাতাল রোড পর্যন্ত রাস্তার দুপাশে নারী-পুরুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন ছুরিকাঘাতে নিহত পারভীন আক্তারের স্বামী ও মেয়ে উম্মে হাফছার বাবা সাংবাদিক আবদুল হামিদ, চকরিয়া পৌরসভা বিএনপির সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহামুদুল করিম, কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, চকরিয়া পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন হেলালী, চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফোরকানুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ছুরিকাঘাতে নিহত মা-মেয়ের হত্যাকারী শওকত হাসান ওরফে মেহেদীকে বিচারের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করতে হবে। এছাড়াও ঘাতক শওকত হাসান মেহেদীর বাবা-মাকে গ্রেপ্তারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

আরো দাবি করেন, শওকত হাসান গ্রেপ্তার হলেও অন্যান্য আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। তাঁদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

গত ১৭ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের সময় শওকত হাসান মেহেদী স্ত্রী উম্মে হাফছা তুহিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় শাশুড়ি পারভিন আকতার মেয়েকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলে স্ত্রী উম্মে হাফছা তুহি মারা গেলেও চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর ৩১ জানুয়ারি পারভিন আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

0Shares