Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় কৃষিজমিতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা, দুটি সিলগালা

কৃষিজমিতে অবৈধভাবে গড়ে তুলে ইটভাটা পরিচালনা করায় দুটিকে সিলগালা করেছেন কক্সবাজারের পেকুয়া উপজেলা ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার টৈটং ইউনিয়নের নাপিতখালী এলাকার এবিএম ইটভাটা ও বারবাকিয়া ইউনিয়নের বারইয়াকাটা এলাকার আরবিএম ইটভাটায় অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন জানায়, পেকুয়া উপজেলায় চারটি ইটভাটা রয়েছে। একটি ইটভাটারও যথাযথ কাগজপত্র নেই। বিশেষ করে সবকটি ইটভাটা কৃষিজমিতে গড়ে উঠেছে। কোনো ভাটার পরিবেশ ছাড়পত্র নেই। একারণে উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, অবৈধ ইটভাটা সিলগালা করার। সিদ্ধান্ত মোতাবেক অভিযান পরিচালনা করা হয়েছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, আরবিএম ও এবিএম নামক দুটি ইটভাটা সিলগালা করা হয়েছে। এসময় দুটি ইটভাটা থেকে চারটি যন্ত্র জব্দ করা হয়েছে। পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

1Shares