Search
Close this search box.
Search
Close this search box.

পুকুর থেকে মেয়ের মরদেহ কুড়িয়ে তুললেন বাবা

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মধ্যম জালিয়াকাটা এলাকায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বিকেল তিনটার দিকে এঘটনা ঘটে।

শিশুটির নাম মিফতাহুল জান্নাত মিতু (৭)। সে মধ্যম জালিয়াকাটা এলাকার আবু হানিফের মেয়ে। মিফতাহুল স্থানীয় বারবাকিয়া এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় লোকজন বলেন, আবু হানিফ কিছুদিন আগে নতুন বসতভিটে তৈরি করেছেন। ভিটে ভরাটের জন্য পাশে একটি পুকুর কাটেন তিনি। আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে সবাই যখন ভাত খেতে ঘরে ঢুকেন তখন মিফতাহুল ওই পুকুরটিতে পড়ে যায়। সাঁতার না জানায় সে আর উঠতে পারেনি।

মিফতাহুলের চাচা শওকত হোসেন বলেন, আবু হানিফ ভাত খাওয়ার পর মিফতাহুলকে না দেখে এদিক-সেদিক খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে তাঁর সন্দেহ হয়, পুকুরে পড়েছে। তখন তিনি পাশের পুকুরে নেমে পড়েন। একপর্যায়ে হানিফের পা মিফতাহুলের মরদেহের সন্ধান দেয়। কেঁদে উঠেন হানিফ। পরে মরদেহটি কুড়িয়ে কুলে তুলে আনেন তিনি।

স্থানীয় বারবাকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম বদিউল আলম বলেন, মাগরিবের নামাজের মিফতাহুলকে দাফন করা হয়েছে।

0Shares