
কক্সবাজারের চকরিয়ায় জানুয়ারি মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে চকরিয়া বিমানবন্দর সড়কের বিজয় মঞ্চে চকরিয়া পৌরসভা এলাকার কার্ডধারী ১৩২৮ পরিবারের মাঝে টিসিবির পণ্য সামগ্রী সরকারি মূল্যে বিক্রি উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের আওতায় এখন থেকে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ২০১৪৫ কার্ডধারী গরীব পরিবার সরকারি সুলভ মূল্যে টিসিবির পণ্য সামগ্রী কেনার সুযোগ পাবেন বলে জানিয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার নিয়োগপ্রাপ্ত টিসিবির ডিলার এমকে স্টোর, এমএ শপিং শপ, মেসার্স আবদুল্লাহ সন্স ও নিউ জুবাইর স্টোর নামের চারজন ডিলারের মাধ্যমে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় টিসিবির স্মার্ট কার্ডধারী গরীব পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি শুরু করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া বিমানবন্দর সড়কের বিজয় মঞ্চে চকরিয়া পৌরসভা এলাকার স্মার্ট কার্ডধারী পরিবারের মাঝে জানুয়ারি মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু করেছে মেসার্স আবদুল্লাহ সন্স। টিসিবির ডিলার অহিদুর রহমান বলেন, চকরিয়া উপজেলা প্রশাসনের তালিকা অনুযায়ী বৃহস্পতিবার চকরিয়া পৌরসভা এলাকার ১৩২৮ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে স্মার্ট কার্ডধারী পরিবারগুলোর মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হবে। বিতরণের বেশিরভাগ স্থান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে করার জন্য উপজেলা প্রশাসন নির্দেশনা দিয়েছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বৃহস্পতিবার থেকে চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকার ২০১৪৫ স্মার্ট কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্ত ডিলার যথাক্রমে এমকে স্টোর, এমএ শপিং শপ, মেসার্স আবদুল্লাহ সন্স ও নিউ জুবাইর স্টোর নামের চারজন টিসিবির ডিলার সরকারি সুলভ মূল্যে এসব পণ্য সামগ্রী বিক্রি করছে। তিনি বলেন, টিসিবির পণ্য বিক্রিতে যাতে ডিলাররা কোনধরনের অনিয়ম অসঙ্গতিতে জড়িত হতে না পারে সেইজন্য টেক অফিসার হিসেবে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাকে।