Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় সংবাদ সংগ্রহে বাধা, আহত দুই সংবাদকর্মী

কক্সবাজারের পেকুয়ায় সংবদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কিছু দুর্বৃত্তের বিরুদ্ধে। এসময় হামলায় দুই সংবাদকর্মী আহত হয়েছে।

আজ শনিবার দুপুরে উজানটিয়া ইউনিয়নের ঘোষালপাড়া এলাকায় লবণ চাষীদের মানববন্ধনের সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা সাইফুল ও সাবেক ইউপি সদস্য এহসানের নেতৃত্বে আফতাব উদ্দিন চৌধুরীর ছেলে মাসুম ও নয়ন এ হামলা চালয়। এসময় সন্ত্রাসীরা ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।

আহতেরা হলেন পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী ও অনলাইন পেজ এনটি ভাইরালের সজীব।

জানা যায়, পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঘোষাল পাড়া এলাকায় লবণ প্রজেক্টে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে সন্ত্রাসীদের দিয়ে চাষীদের উৎপাদিত লবণ লুটপাটের অভিযোগে স্থানীয় লবন চাষীরা মানববন্ধন করে। মানববন্ধন চলাকালীন স্থানীয় ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা সাইফুল ও সাবেক ইউপি সদস্য এহসানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সাংবাদিকদের ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সাংবাদিকদের উপর হামলার বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

11Shares