Search
Close this search box.
Search
Close this search box.

সাহারবিলের চেয়ারম্যান নবী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন তেলিপাট্টী দরগা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযান চালাই। এ সময় তেলিপাট্টীর দরগা সড়ক দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে চতুর্দিকে ঘেরাও করে নবী হোছাইনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, শুনেছি নবী হোছাইনের বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারের একাধিক থানায় বিভিন্ন ধারায় ১৭-১৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট কয়টি মামলা রয়েছে, কয়টিতে জামিনে আছেন এবং কয়টিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বিভিন্ন থানায় যোগাযোগ করে খোঁজ নিচ্ছি।

31Shares