Search
Close this search box.
Search
Close this search box.

শিল্প লবণ আমদানির পাঁয়তারার প্রতিবাদে মহাসড়কে লবণ ফেলে প্রতিবাদ

চাহিদার অতিরিক্ত শিল্প লবণ আমদানির পাঁয়তারার প্রতিবাদে এবং প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লবণ ফেলে প্রতিবাদ জানানো হয়।

বুধবার বেলা ১১টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এ কর্মসূচির আয়োজন করে কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ।

বিক্ষোভ ও  অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, চকরিয়া আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম মনজুর, চকরিয়া অ্যাডভোকেট এসোসিয়েশনের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ জামিল ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।

বক্তারা বলেন, লবণ মিল মালিকদের একটি চক্র দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করার জন্য শিল্প লবণের নাম দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাকে ‘ম্যানেজ’ করে বিদেশ থেকে লবণ আমদানির পাঁয়তারা করছে। যদি তাঁদের পরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের লবণ শিল্প ধ্বংস হয়ে যাবে। হাজারো চাষি পথে বসবে। তাই মিল মালিকদের চক্রান্ত রুখে দিতে ও দেশীয় লবণ শিল্পকে বাঁচাতে আমরা মাঠে নেমেছি। লবণ মিল মালিক ও সরকার যদি এই চক্রান্ত ও পরিকল্পনা থেকে ফিরে না আসে তাহলে লাখো চাষিকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি পালন করা হবে।

এসময় লবণ চাষিরা প্রতিবাদ হিসেবে কয়েক মণ লবণ মহাসড়কে ফেলে প্রতিবাদ জানায়। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে। ঘণ্টাখানেক পর চাষিরা মহাসড়ক থেকে সরে যান।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন ব্যবসায়ী আবদুল গফুর, জাফর আহমদ, আনিসুর রহমান, ফরিদুল ইসলাম,  মনছুর আলম, নাছির উদ্দীন, আবুল হাসেম, ইউপি সদস্য নুরুল আজিম, আরফাত কামাল, লবণ চাষি সদস্য নুরুল আজম, নজরুল ইসলাম, সিরাজুল মোস্তফা, জাফর আলম, হারুনর রশিদ, সেলিম উদ্দিন, মোহাম্মদ সোয়াইবুল ইসলাম, ফিরোজ বখত, নাজিম উদ্দিন, শওকত আমিন, মো. আবদুল্লাহ ও হাবিবুল্লাহ মিজবাহ।

7Shares