
‘নদী ভাঙ্গন ঠেকাও, কোনাখালী বাসীকে বাঁচাও’, ‘ভিক্ষা নয় অধিকার চাই, নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ চাই’সহ বিভিন্ন স্লোগানে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মাতামুহুরী নদীর তীরে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল তিনটার দিকে মাতামুহুরী নদীর মরংঘোনায় ইউনিয়ন পরিষদ লাগোয়া নদীর তীরে অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত থেকে কোনাখালী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ভেঙে যাওয়া বেড়িবাঁধসমূহ সংস্কারের দাবি জানিয়েছেন। মানববন্ধনে স্লোগান ধরে এলাকাবাসী মাতামুহুরী নদীর ভাঙ্গনের কবল থেকে নদীর তীর ও আশপাশ এলাকার শত শত বসতঘর, ফসলি জমি, মসজিদ-মাদরাসা, স্কুল, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনার সুরক্ষা নিশ্চিতে চলতি বছরের বর্ষা মৌসুমের আগে সেখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মাতামুহুরী নদীর তীরে মানববন্ধনে কোনাখালী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মরংঘোনা প্রাক্তন ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসি উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল কবির। বক্তব্য দেন বিএনপি নেতা ইমরুল হাসান হান্নান ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল কবির বলেন, দীর্ঘ দুইযুগের বেশি সময় ধরে কোনাখালী ইউনিয়নস্থ মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। সেসময় পানি উন্নয়ন বোর্ড কিছু কিছু এলাকায় বালু বা মাটির বস্তা ডাম্পিং করে ক্ষনিকের জন্য নদী ভাঙ্গন ঠেকালেও পরের বছর বর্ষাকালে পুনরায় ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যার তান্ডবে ডাম্পিং করা বালুর বস্তা নদীতে তলিয়ে যায়।
তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন রোধে প্রতিবছর সরকারি বিপুল টাকা খরচ করে অস্থায়ীভাবে সংস্কার কাজ করে চলছে। তাতে জনগণ সাময়িক উপকৃত হলেও দুইযুগ ধরে তৈরি হওয়া নদী ভাঙ্গনের এই হোলিখেলা স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না। এ অবস্থায় কোনাখালী ইউনিয়নবাসি চান, বছর বছর সরকারি টাকা এভাবে নয়ছয় না করে কোনাখালীতে স্থায়ীভাবে টেকসই বেড়িবাঁধ তৈরি করা হোক। এখন জনগণের একটাই দাবি, আমরা স্থায়ী বেড়িবাঁধ চাই। নুরুল কবির বলেন, কোনাখালী ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণে আমরা চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি (সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।