Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ও মদ উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকঘোনা পাড়া এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকাল সাতটার দিকে এ অভিযান চালানো হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭৫০ গ্রাম গাঁজা ও বোতল ভর্তি চোলাই মদ। এছাড়া দুটি চাইনিজ চাপাতি ও মাদকদ্রব্য বিক্রির ১৪ হাজার দুইশত টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল আজিম (৪৫)। তিনি টেকঘোনা পাড়ার মৃত করিমদাদের ছেলে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) দুর্জয় বিশ্বাস বলেন, সেনা ও পুলিশের যৌথ অভিযানে গাঁজা, মদ, চাপাতি ও মাদকদ্রব্য বিক্রির টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

0Shares