Search
Close this search box.
Search
Close this search box.

বিষধর ‘ইয়েলো বেলিড সি’ ভেসে এলো কক্সবাজার সমুদ্র সৈকতে

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ফের দেখা মিলেছে অন্যতম বিষধর সাপ ‘ইয়েলো বেলিড সি’র।

রোববার (১৮ মে) দুপুরের দিকে সাপটি সৈকতে ভেসে আসে।

সি সেফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র লাইফ গার্ড জয়নাল আবেদীন ভুট্টো জানান, সৈকতের কবিতা চত্বর থেকে ফেরার পথে শৈবাল পয়েন্টে জেলেদের হাতে লাঠির আঘাতে পড়া সাপটিকে উদ্ধার করা হয়। লাইফগার্ড সদস্য ওসমান ও সাদেকের সহায়তায় সাপটিকে উদ্ধার করে সাগরে ফিরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, সাপটির পেটের রঙ উজ্জ্বল হলুদ, দেহের উপরিভাগ কালো ও কিছু অংশে হলুদ। এটি ‘ইয়েলো বেলিড সি’ প্রজাতির সাপ। এর আগেও গত বছর বর্ষা মৌসুমে লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে একই প্রজাতির চারটি সাপ ভেসে এসেছিল, যেগুলোকেও উদ্ধার করে সাগরে ফিরিয়ে দেওয়া হয়।

লাইফ গার্ড কর্মী ওসমান জানান, রোববার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কক্সবাজারে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাগর উত্তাল থাকায় জোয়ারের পানির তোড়ে সাপটি সৈকতে ভেসে আসে।

সমুদ্রবিজ্ঞানীদের মতে, ইয়েলো বেলিড সি বিশ্বের সবচেয়ে বিষধর সাগরীয় সাপগুলোর একটি। এটি সাধারণত প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, উপকূল থেকে দূরের গভীর সমুদ্রে বিচরণ করে। এই সাপ স্থল ও সাগর মিলিয়ে বিশ্বের চতুর্থতম বিষধর প্রজাতি হিসেবেও পরিচিত।

51Shares