Search
Close this search box.
Search
Close this search box.

সাফারি পার্কে হাতি শাবকের পর এবার নীল গাইয়ের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে একটি নীলগাই মারা গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নীল গাইয়ের মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মারা যাওয়া নীল গাই স্ত্রী লিঙ্গের এবং প্রাপ্ত বয়স্ক। 

এর গত ১ মে সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি হাতির বাচ্চা মারা যায়। ২৪ দিনের ব্যবধানে পার্কে আরেকটি প্রাণীর মৃত্যু সকলকে ভাবিয়ে তুলেছে।

চকরিয়া উপজেলা পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি দ এমআর মাহমুদ অভিযোগ করে বলেন, ডুলাহাজারা সাফারি পার্কের সংশ্লিষ্টদের কর্তব্য অবহেলা এবং রোগ নিরূপণে দ্রুত পদক্ষেপ না নেয়ার কারণে হাতি শাবকের মৃত্যুর পর এবার নীল গাইটির মৃত্যু হয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সাফারি  পার্কের ভেটেরিনারি হাসপাতালের সার্জন খাতেম জুলকার নাইন। তিনি বলেন, দায়িত্ব অবহেলার বিষয়টি সঠিক না। ভেটেরিনারি হাসপাতালের কর্মীরা নিবিড় পরিচর্যায় নীল গাইটির চিকিৎসা সেবা দিয়ে দেখভাল করে আসছিলেন। তিনি বলেন, যখন নীল গাইটি পার্কে হস্তান্তর করা হয় তখনই প্রাণীটির চার পাসহ সর্বশরীরে ব্যাপক আঘাতের চিহ্ন পাওয়া যায়। এমনকি পায়ের জয়েন্ট ভেঙে গিয়ে তরল পদার্থ বের হওয়ার কারণে ক্ষতস্থানে ব্যাপক জীবানু প্রবেশ করে মারাত্মক ক্ষতির শিকার হয় নীল গাইটি। একপর্যায়ে রোগ প্রতিরোধে শারিরীক সক্ষমতাও হারিয়ে যায়। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার পরও নীল গাইটির মৃত্যু  হয়েছে। 

গতকাল শনিবার নীল গাইটির মৃত্যুর পর চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফ উদ্দিন ও ভেটেরিনারি সার্জন খাতেম জুলকারনাইন নীল গাইটির ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। দুপুর একটার দিকে সাফারি পার্কের ভেতরে নীল গাইটির মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে।

সাফারি পার্ক সূত্রে জানা গেছে, গত ১১ মে পঞ্চগড় থেকে আহত অবস্থায় নীল গাইটি উদ্ধার করা হয়। গত ১৫ মে প্রাণীটিকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়। পার্কের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার নীল গাইটির মৃত্যু হয়।

38Shares