Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নুর মোহাম্মদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

নুর মোহাম্মদ ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য।

চকরিয়া থানার পুলিশ জানায়, গত বছরের ৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার পালাকাটা রাস্তার মাথা এলাকায় যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে এনে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমীর আলী ১৩৭ জনের বিরুদ্ধে একটি দায়ের করেন। ওই মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম, চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীসহ ১৩৭জনকে আসামি করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত কার্যক্রম চালাতে গিয়ে তদন্ত কর্মকর্তা ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের নেতা নুর মোহাম্মদের সম্পৃক্ততা পায়। পরে আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ওসি বলেন, নাশকতার মামলায় আওয়ামী লীগের নেতা নুর মোহাম্মদকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

4Shares