Search
Close this search box.
Search
Close this search box.

নারীকে ছুরিকাঘাতে হত্যার পর সড়কের পাশে ফেলে গেল দুর্বৃত্তরা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদমনি লাল ব্রিজ নামক এলাকার সড়কের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ওই নারীকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ সড়কের পাশে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

নিহত নারীর নাম বুলবুল আকতার (২৭)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের টেকপাড়ার আব্দুল গফুরের স্ত্রী। নিহত বুলবুল আকতার গৃহিণী ছিলেন।

স্থানীয় লোকজন বলেন, রাত ১০টার দিকে ঈদমনি লালব্রিজ এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কের পাশে একজন নারীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে তাঁরা রাত সাড়ে ১১টার দিকে ওই নারীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস বলেন, ওই নারীকে মেরে সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে। তাঁর পেটের দুইপাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার অভিজিত দাস বলেন, ওই নারীকে কিভাবে, কেন হত্যা করা হয়েছে অনুসন্ধান করা হচ্ছে। বাঁশখালী থেকে কি গাড়িতে করে তাকে চকরিয়া নেওয়া হয়েছে এবং কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সেসব উদ্ঘাটনের চেষ্টাও করছে পুলিশ।

0Shares