Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় ওয়াসিমের কবর জিয়ারত করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় অবস্থিত জুলাই গনঅভ্যুত্থানে নিহত মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা। আজ সোমবার সকাল আটটার দিকে তাঁরা ওয়াসিমের কবর জিয়ারতে যান।

চট্টগ্রাম থেকে পটিয়া-সাতাকানিয়া-লোহাগাড়া-বরইতলী রাস্তার মাথা হয়ে পেকুয়া যান। একই পথে তিনি চট্টগ্রাম ফিরে যান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের জন্মস্থান পেকুয়া। তিনি চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন বলেন, ‘আজ সকাল আটটার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন। তাঁর কবর জিয়ারত করাটা আমাদের সাংগঠনিক কমিটমেন্ট ছিল। যত বাধাই আসুক আমরা আমাদের সাংগঠনিক কমিটমেন্ট রক্ষায় বদ্ধপরিকর। তাঁরা কবর জিয়ারত শেষে চট্টগ্রামে চলে গেছেন।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা বলেন, এনসিপি নেতারা কবর জিয়ারতের সময় পেকুয়া থানা পুলিশের একটি দল রাস্তায় ছিল। তাঁরা পেকুয়া থানা এলাকা ছাড়ার আগ পর্যন্ত তাঁদের সঙ্গে ছিল পুলিশ। এছাড়া সেনাবাহিনীর একটি দলও ছিল বলে নিশ্চিত করেন তিনি।

জানতে চাইলে পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, গতকাল রোববার দু’বার শিডিউল নির্ধারিত হয় যে, এনসিপি নেতৃবৃন্দ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে আসবেন। ওই সময় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মানা করে দিয়েছেন এনসিপির প্রোগ্রামে যেন কোনো ঝামেলা না হয়, নির্বিঘ্নে যেন কবর জিয়ারত শেষ করে চলে যেতে পারেন। তবে তাঁরা গতকাল আসেননি। আজ সকালে তাঁরা তাঁদের মতো এসে কবর জিয়ারত করে চলে গেছেন।

গত শনিবার দুপুরে কক্সবাজার শহরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল; এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর এই বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে দিয়েছেন-এমন দাবি করে বিএনপির নেতা-কর্মীরা কক্সবাজার, চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও, রামু, উখিয়ায় বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া ওইদিন চকরিয়ায় এনসিপির পথসভা করার কথা ছিল। এই বক্তব্যের জেরে ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টার চত্ত্বরে এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করে। এরপর এনসিপির নেতারা বিভিন্ন সমাবেশে অভিযোগ করেন, কক্সবাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের পর বিএনপির নেতা-কর্মীরা তাঁদের বাধা দিচ্ছেন।

0Shares