
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতির মৃত্যুফাঁদ নামে খ্যাত জাঙ্গালিয়ায় পিকআপের চাপায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের কানিয়াছড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে মো. জিহাদ ও একই উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদু শুক্কুরের ছেলে রাকিব ইসলাম।
নিহতদের বন্ধু সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তিনটি বাইক নিয়ে ছয় বন্ধু সাজেক যাচ্ছিলেন। তাঁরা চুনতির জাঙ্গালিয়া নামক স্থানে পৌঁছালে কক্সবাজারমুখী একটি পিকআপ জিহাদ ও রাকিবকে বহন করা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তাঁরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্পের সদস্যরা পিকআপ চালক মো. আমির উদ্দীন (২৪) ও চালকের সহকারী জয়নাল আবেদিন জোবাইরকে (২০) আটক করেছে। পাশাপাশি পিকআপটিও জব্দ করা হয়েছে।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদ বলেন, পিকআপটি আজিজনগরের দিকে গেছে এমন খবরে স্থানীয়দের সহযোগিতায চাম্বি মফিজ বাজার থেকে যানটি থামানো হয়। পরে চালক ও তাঁর সহকারীকে আটক এবং পিকআপটি জব্দ করা হয়।