Search
Close this search box.
Search
Close this search box.

স্কুলব্যাগে অস্ত্র, পথে তল্লাশি চৌকিতে গ্রেপ্তার

দেশে তৈরি তিনটি অস্ত্র উদ্ধার করেছে কক্সবাজারের পেকুয়া থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে আটটায় আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে তল্লাশি চৌকিতে অস্ত্রসহ ধরা পড়ে একজন। তাঁর স্বীকারোক্তিতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় অভিযান পরিচালনা করে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকেরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার লামছড়ি এলাকার মোহাম্মদ মিজানের ছেলে রবিউল হাসান (১৮) ও একই জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ইলিয়াছ হোসোনের ছেলে হৃদয় হোসেন (২২)।

পুলিশ জানায়, রবিউল হাসান চকরিয়া উপজেলার বদরখালী এলাকা থেকে চট্টগ্রামগামী সিএনজিচালিত একটি অটোরিকশায় উঠেন। পেকুয়া থানার পুলিশ টৈটং এলাকায় তল্লাশি চৌকি বসালে রবিউল হাসানের কাঁধে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করা হয়। এসময় স্কুল ব্যাগে কম্বলে মোড়ানো দেশে তৈরি তিনটি বন্দুক উদ্ধার হয় ও রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রবিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী হৃদয় হোসেনকে চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যাররটেক এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ও হৃদয় জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রগুলো মহেশখালী এলাকা থেকে কিনে অজ্ঞাত এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে লক্ষ্মীপুরে নিয়ে যাচ্ছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, আটক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে। কাল সোমবার গ্রেপ্তার দুজনকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

0Shares