
চাঁদা দাবির মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল কবির এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালে পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের ব্যবসায়ী আমির হোসেনের কাছ থেকে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন তৎকালীন পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হক। এ ঘটনায় ওই সময় ব্যবসায়ী আমির হোসেন বাদি হয়ে এহতেশামুল হককে প্রধান আসামি করে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত পিবিআইকে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে নির্দেশ দেন। পিবিআইয়ের প্রতিবেদন সন্তোষজনক না হওয়ায় আদালত সিআইডিকে পুনঃতদন্ত করে প্রতিবেদন দিতে বলেন। সিআইডির প্রতিবেদন গ্রহণ করে আদালত ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হকসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ব্যবসায়ী আমির হোসেন ইলেক্ট্রনিক এন্ড হার্ডওয়্যারের দোকান করেন। তিনি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী এলাকার বাসিন্দা।
বাদীপক্ষের আইনজীবী মিফতাহ্ উদ্দিন আহমেদ বলেন, বুধবার মামলাটির নির্ধারিত দিন ধার্য্য ছিল। এসময় এহতেশামুল হক আদালতে উপস্থিত হলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং অন্য আসামিদের জামিন মঞ্জুর করেন।