Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, জামায়াত নেতা নিহত

কক্সবাজারের পেকুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩৯) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। এসময় জাহাঙ্গীরের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলেও অপর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান চালক।

গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার তিন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী টেকপাড়া এলাকার মো. বখতিয়ার উদ্দিনের ছেলে। তিনি পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী এবং মইয়াদিয়া জামে মসজিদের খতিব ছিলেন।

স্থানীয় লোকজন বলেন, জাহাঙ্গীর আলম পূর্ব গোঁয়াখালী মসজিদে এশার নামাজ আদায় করেন। সেখান থেকে নিজের মোটরসাইকেল নিয়ে পেকুয়া বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। ভোলাইয়াঘোনা এলাকার তিন রাস্তার মাথায় পৌঁছালে উপজেলা পরিষদ থেকে বাইম্যাখালী সড়ক হয়ে আরেকটি দ্রুতগতির মোটরসাইকেল তিন রাস্তার মাথায় পৌঁছায়। এ সময় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীর আলম মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। চট্টগ্রামে নেওয়ার পথে রাত ১১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাজ্জাদ হোসেন বলেন, জাহাঙ্গীর আলমের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হওয়া অপর মোটরসাইকেলটি খুবই ভারী এবং চালক ছিলেন তরুণ। মোটরসাইকেলটিও খুবই দ্রুতগতির ছিল। যাঁর কারণে ছোট রাস্তার দুর্ঘটনার হলেও জাহাঙ্গীর আলম গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন। তাৎক্ষনিক মোটরসাইকেলটি নিয়ে ওই তরুণ পালিয়ে গেছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সিরাজুল মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের সঙ্গে পুলিশ কথা বলেছে, তাঁরা পুলিশকে অভিযোগ করতে রাজি নয়।

0Shares