
লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি এনামুল হক বলেছেন,দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক নিশ্চিত করে আধুনিক শিক্ষাপদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে পদুয়া স্কুলকে যুগোপযোগী ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলা হবে। আমি বিশ্বাস করি, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার প্রথম লক্ষ্য থাকবে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য কাজ করা।
তিনি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত হওয়ায় পর বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি স্কুলের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। এছাড়াও অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির মধ্যে সমন্বয় বাড়িয়ে এ স্কুলের আগের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।
এনামুল হক বলেন, একটি কুচুক্রিমহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে অসৎ উদ্দেশ্যে একের পর এক গুজব, মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। আমি একজন ব্যবসায়ী এবং সামাজিক কর্মকাণ্ডে জড়িত। বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কারণে কিছু ছবি বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। অথচ ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগই আমাকে জালাও-পোড়াও মামলায় আসামী করেছিল। আমি জামায়াতের সক্রিয় কর্মী এবং নির্যাতনের শিকার। এসব গুজব-প্রোপাগান্ডার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।
মতবিনিময় কালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ্ উদ্দিন, সদস্য আবুল হাসেম, শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম, শিক্ষিক পার্থ প্রতিম দাশ, নিপু রানী দত্ত উপস্থিত ছিলেন।
সম্প্রতি বিদ্যালয়টির সভাপতির মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পদে শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা বোর্ড কর্তৃক এনামুল হককে সভাপতি মনোনীত করা হয়।
এদিকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সবাই আশা প্রকাশ করেছেন, নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়টির সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় থাকবে।