Search
Close this search box.
Search
Close this search box.

মাতামুহুরী নদীতে নিখোঁজের চার ঘণ্টা পর ছাত্রীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় নদীতে নিখোঁজের চার ঘণ্টা পর পিংকী আকতার (১৪) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মাতামুহুরী নদীর মাতামুহুরী সেতুর পূর্ব পাশ থেকে তার লাশ করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সে নিখোঁজ হয়।

স্থানীয় লোকজন বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মাতামুহুরী নদীতে গোসলে নেমে তিনজন ছাত্রী নিখোঁজ হয়। আপন দু’বোন জীবিত উদ্ধার হলেও পিংকী আকতার নিখোঁজ হয়ে যায়।

পিংকী চকরিয়া পৌরসভার মৌলভীর চর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী। জীবিত উদ্ধার হওয়া ছাত্রীরা হলো মৌলভীর চর এলাকার আবছার উদ্দীনের মেয়ে আসমা আকতার (১৫) ও তার ছোট বোন তাসপিয়া আকতার (১১)। আসমা চকরিয়া কোরক বিদ্যাপীঠের দশম শ্রেণির ও তাসপিয়া ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

ফায়ার সার্ভিস, নিহতের পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনজন ছাত্রী মাতামুহুরী নদীতে গোসলে নামে। কিছুক্ষণ পর সাড়ে ১২টার দিকে ‘হঠাৎ স্রোতে’ তিনজনই ভেসে যাচ্ছিল। এসময় আসমা নিজে কূলে উঠতে পারলেও পিংকী ও তাসপিয়া কিছুদূর ভেসে যায়। স্থানীয় এক ব্যক্তি নদীর অপর প্রান্তে তখন গোসল করছিলেন। তিনি দুজনকে ডুবে যেতে দেখে সাঁতরিয়ে এ প্রান্তে আসেন। এসময় তাসপিয়াকে ধরে কূলে তুলতে পারলেও পিংকী নদীতে নিখোঁজ হয়ে যায়। এরপর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনী মাতামুহুরী নদীতে নেমে পিংকীর খোঁজ করতে থাকেন। বিকেল সোয়া চারটার দিকে চট্টগ্রাম থেকে ডুবুরি দল পৌঁছে পিংকীর খোঁজ করে। একপর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে পিংকীর মরদেহের সন্ধান পায় ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চকরিয়ার স্টেশন কর্মকর্তা দিদারুল হক বলেন, নদীতে এক ছাত্রী নিখোঁজের সংবাদ পেয়ে চট্টগ্রাম থেকে ডুবুরি দল আনা হয়। ডুবুরি দল তল্লাশী শুরু করার ১৫ মিনিটের মধ্যে ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। যে স্থানে নিখোঁজ হয়, ঠিক সেই স্থান থেকে ১০ মিটার দূরে মরদেহটি পাওয়া যায়।

বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আবুল কাশেম বলেন, মাতামুহুরী নদী থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0Shares