Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় নারী নির্যাতন মামলার প্রধান আসামী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় নারী নির্যাতন, শ্লীলতাহানি, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামী জুনাইদুল হককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাহারবিল ইউনিয়নের মধ্যম পাড়ার নুরুল কবিরের ছেল।
আজ মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম।

এজাহার ঘেঁটে দেখা যায়, মামলাটিতে জুনাইদুল হক ছাড়াও আরও একজনকে আসামি করা হয়েছে। তিনি হলেন মামলার বাদি নুসরাত জাহান রিমার দেবর মোহাম্মদ রায়হানুল আনোয়ার রায়হান (৩৮)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে এজাহারে অভিযুক্ত করা হয়েছে।

মামলার বাদী নুসরাত জাহান রিমা বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে তার প্রবাসী স্বামীর বসতবাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট আসামিরা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে বাড়িতে হামলা চালায়। এসময় ধারালো দা ও লোহার খন্তা দিয়ে তাকে হত্যার চেষ্টা চালানো হয়, শারীরিকভাবে জখম করা হয় এবং শ্লীলতাহানি করা হয়। পাশাপাশি গলা থেকে স্বর্ণালঙ্কার, স্বামীর পাসপোর্ট ও বিভিন্ন কাগজপত্র লুট করা হয় এবং আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি করা হয়।

স্থানীয়রা আহত অবস্থায় নুসরাত জাহান ও তাঁর স্বামীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ সেটি মামলা হিসেবে রেকর্ড করে। আজ চকরিয়া থানার পুলিশ প্রধান আসামী জুনাইদুল হককে গ্রেপ্তার করেছে। জুনাইদুল মামলার বাদি নুসরাত জাহান রিমার ননদের স্বামী।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তার জুনাইদুল হককে পুলিশ চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

0Shares