
মহামান্য হাইকোর্টে রিট মামলার আদেশের প্রেক্ষিতে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এস এম মঈনুদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
জানা গেছে, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে চলতিবছরের ফেব্রুয়ারী মাসে ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের ওই পরিপত্রের আদেশ চ্যালেঞ্জ করে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের অব্যাহতি দেওয়া চেয়ারম্যান এস এম মঈনুদ্দিন চৌধুরী বাদি হয়ে হাইকোর্টে (উচ্চ আদালত) একটি রিট মামলা (রিট পিটিশন নং ২৯৩৮/২৫) দায়ের করেন।
গত ১২ আগস্ট ওই রিট মামলার শুনানি শেষে মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ কক্সবাজার জেলা প্রশাসকের পরিপত্রের মাধ্যমে নিয়োগ দেওয়া ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। একইসঙ্গে ৬ মাসের জন্য আবেদনকারী ইউপি চেয়ারম্যান এস এম মঈনুদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন আদালত।
হাইকোর্টের আদেশের আলোকে গত ২৮ আগস্ট চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করে এস এম মঈনুদ্দিন চৌধুরীকে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই পরিপত্রে বলা হয়েছে, পরবর্তীতে মহামান্য হাইকোর্টের অন্য কোন নির্দেশনা থাকলে সে মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য ২০২১ সালের নভেম্বর মাসে এস এম মঈনুদ্দিন চৌধুরী ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তী মাস ডিসেম্বরে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়। সেই থেকে তিনি ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তন পরবর্তী সময়ে পরিস্থিতির আলোকে ইউনিয়ন পরিষদের সাচিবিক দায়িত্ব পালনে অনুপস্থিত থাকেন তিনি। এমতাবস্থায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন স্বাক্ষরিত পরিপত্রে ২০২৫ সালের ফ্রেবুয়ারি মাসে উপজেলার অপরাপর ইউনিয়নের সঙ্গে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনের জন্য চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দেন।