
কক্সবাজারের চকরিয়ায় যাত্রী বেশে গাড়িতে উঠে গোলাম কাদের (৪২) নামের এক চালককে পিটিয়ে মাথা ফেটে দিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুবৃত্তরা।
সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে হারবাং ইউনিয়নের করমমুহুরী পাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা।
এ ঘটনায় হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম রাতেই অভিযান চালিয়ে নুরুল ইসলাম (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে। আহত গোলাম কাদের হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে।
আহত অটোরিকশা চালক গোলাম কাদের বলেন, সোমবার রাত আনুমানিক নয়টার দিকে দুই যুবক আজিজনগর যাওয়ার কথা বলে হারবাং স্টেশন থেকে যাত্রীবেশে আমার গাড়িতে উঠে। প্রথমে তাঁরা আজিজনগর গিয়ে পুনরায় হারবাং করমমুহুরীপাড়ার উদ্দেশ্য যেতে বলে। আমি গাড়ি চালিয়ে করমমুহুরীপাড়া এলাকায় পৌঁছালে তাঁরা হঠাৎ করে কাঠের বাটাম দিয়ে আমার মাথায় আঘাত করে। একপর্যায়ে আমি গাড়ি ছিনতাইয়ের জন্য হামলা করছে বুঝতে পেরে চিৎকার দিই।
এ অবস্থায় আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারী দুবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, হারবাংয়ে অটোরিকশা ছিনতাই চেষ্টায় চালকের ওপর হামলার ঘটনাটি শুনে রাতেই ঘটনাস্থলে যায়। পরে রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত নুরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।