Search
Close this search box.
Search
Close this search box.

আস্থা লাইফ ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনীতিতে অবদান রাখতে বদ্ধপরিকর

বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর “বার্ষিক
সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার ২০ অক্টোবর কক্সবাজারের জলতরঙ্গ হোটেল এর ব্যাংকুয়েট হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আস্থা লাইফের এসএসএম, এসএম, এএসএম, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল এসোসিয়েটদের সক্রিয় অংশগ্রহণ, র‍্যালী, বীচ ক্লিনিং কর্মসূচী, খেলাধুলা, নতুন প্রোডাক্টসমূহ উদ্বোধন, মধ্যাহ্ন ভোজ, পারস্পরিক মতবিনিময়, বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ এর মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

সন্ধ্যার পর ছিল কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী ও পরিবারবর্গের মধ্যে সৌহার্দ্য বিনিময়, র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এর আগে রোববার থেকেই তারা এ কনফারেন্সের অংশ হিসেবে কক্সবাজারে অবস্থান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ
সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)। উপস্থিত ছিলেন সেলস এন্ড মার্কেটিং বিভাগের
বিভাগীয় প্রধান সামিরা ইউনুস, প্রতিটি ডিভিশন ও ডিপার্টমেন্টাল প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে কক্সবাজার উইমেন চেম্বার্স এর সভাপতি জাহানারা ইসলাম ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, জীবন বীমা খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে এবং জীবন বীমায় মানুষের আস্থার সংকট দূর করতে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গঠিত হয়। আর এ লক্ষ্য অর্জনে কোম্পানীর অন্যতম প্রতিনিধি হিসেবে সেলস ফোর্সগণ যেভাবে অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে শহর থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে বীমা সেবা পৌঁছে দিচ্ছেন তা প্রশংসনীয়। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি আস্থা লাইফের সম্মানিত চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্ব ও সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। ফলশ্রুতিতে বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে আস্থা লাইফ সেনাবাহিনীর আদর্শ, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, বিশ্বস্ততা ইত্যাদির প্রতিফলন ঘটিয়ে জনগণের সেবায় ও বীমা শিল্পে গ্রাহক সেবা নিশ্চিতকরণে কাজ করে চলেছে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে বদ্ধপরিকর। বিশাল সাগরের দিগন্তে একসাথে সূর্যাস্তের অপলক দৃশ্য উপভোগ করার মধ্য দিয়ে সকলেঅনুপ্রাণিত হয়ে আগামীতে এগিয়ে যাবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তিনি উপস্থিত সকলের উজ্জ্বল ভবিষ্যত, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

63Shares