Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আব্দুল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া পৌরসভা যুবদলের বর্ণাঢ্য র‍্যালিতে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি, চকরিয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক সিনিয়র সহসভাপতি, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে শোডাউন করে অংশগ্রহণ করেছে।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পৌরসভার খোদারকুম এলাকা থেকে চার নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি বদরখালী- মহেশখালীসহ প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে পৌরসভা যুবদলের অনুষ্ঠানস্থলে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সহসভাপতি ৪নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাফর আলম কালু, পৌরসভা বিএনপির সহসভাপতি ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ আহমদ, ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম. মুহিবুল্লাহ্ , ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও পৌরসভা বিএনপির সদস্য আকবর আলী, ৪নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলী সওদাগর, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি নুরুল আলম, সোলতান আহমদ, সিদ্দিক আহমেদ, ওয়ার্ড বিএনপি নেতা মঞ্জুর কাদের, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরউদ্দিন খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক সিনিয়র সহসভাপতি মো. গিয়াস উদ্দিন, ৪নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো. বাদশা, শ্রমিক দলের সভাপতি মো. কামাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সরওয়ার আলম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিরাজ প্রমূখ।

৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন -যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই র‍্যালি ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের সংগঠনকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে অনুপ্রেরণা জোগাবে।

0Shares