Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় ক্যারিয়ার অলিম্পিয়াড ও ক্যারিয়ার গাইডলাইন কর্মশালা

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীতে তরুণদের নিয়ে ‘ক্যারিয়ার অলিম্পিয়াড ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মশালাটি আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক মীর আবু সালেহ শামসুদ্দীন শিশির। বিশেষ অতিথির বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আলী জাফর সাদেক, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর, পেকুয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন, রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন আহমদ।

কর্মশালাটি আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক বিপ্লব, আলভী মনোয়ারা ফাউন্ডেশন ও রাজাখালী উন্মুক্ত পাঠাগার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি জাহিদুল ইসলাম।

কর্মশালার আগে অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কুইজ বিজয়ীদের মাঝে সনদ ও বই উপহার দেওয়া হয়।

0Shares