
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের গার্ড রেক থেকে পড়ে এক স্টেশনমাস্টার আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কালুরঘাট সেতুর পূর্বপ্রান্তে এ ঘটনা ঘটেছে।
আহত ওই স্টেশনমাস্টারের নাম ইকবাল হোসেন। তিনি ট্রেনের গার্ড রেকে করে কক্সবাজার যাচ্ছিলেন। ইকবাল হোসেন লাকসাম স্টেশনের মাস্টার। তিনি মাথায় ও শরীরের অন্যান্য কয়েকটি স্থানে আঘাত পেয়েছেন।
জানা গেছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস দুপুরে চট্টগ্রামে এসে পৌঁছায়। চট্টগ্রামে বিরতি শেষে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় কালুরঘাট সেতুতে ধীরগতিতে যাচ্ছিল। এ সময় ট্রেনের শেষ বগি থেকে ইকবাল হোসেন পড়ে যায়। ঘটনাটি দেখে দায়িত্বরত গেটম্যান তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ট্রেন থেকে পড়ে আহত হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
চট্টগ্রামের জান আলী হাটের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন বলেন, ইকবাল হোসেন পর্যটক এক্সপ্রেসের গার্ড রেকের দরজার হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অসর্তকতাবসত হাত ফসকে নিচে পড়ে যান। ট্রেনের গতি কম থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন। তিনি ব্যক্তিগত কাজে কক্সবাজার যাচ্ছিলেন বলে জানিয়েছেন।





