Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজারে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজারে পৃথক দুটি অভিযানে ১ লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি।

প্রথম অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উখিয়ার ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা টেকনাফ সীমান্তের উনচিপ্রাং বিওপির আওতাধীন হাজির ঘের এলাকায়।
ওই সময় মিয়ানমারের দিক থেকে নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন বালুখালী এফডিএমএন ক্যাম্প–১১, ব্লক এ–১২ এর বাসিন্দা মীর আহমদের ছেলে মো. নুরুল আমিন (২৪)। তার কাছ থেকে নীল রঙের লুঙ্গিতে মোড়ানো খাকি প্যাকেটে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, ‘মাদক সরবরাহকারী ও জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

তিনি আরো বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অন্যদিকে একই দিন বিকেলে কক্সবাজারের মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা টেকনাফগামী একটি চান্দের গাড়িতে তল্লাশি চালান।

তল্লাশিতে গাড়ির চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক মহেশখালীর কুতুবজম পূর্বপাড়ার বজল মিয়ার ছেলে মীর মোশাররফ হোসেন জিসানকে (২৮) আটক করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত চান্দের গাড়ি ও একটি REDMI NOTE 12 5G স্মার্টফোন জব্দ করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিব ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

8Shares