Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজার-২ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নাজমুস সাকিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম নিলেন অ্যাডভোকেট নাজমুস সাকিব।

সম্প্রতি এনসিপির ফেসবুকের অফিসিয়াল পেইজে এক ভিডিওতে এ তথ্য জানিয়েছেন নাজমুস সাকিব।

নাজমুস সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি বর্তমানে ঢাকার সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত আছেন।

ভিডিও বার্তায় নাজমুস সাকিব মহেশখালীর পান, লবণ চাষের সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করে এসব সমস্যার সমাধানের চিন্তার কথা জানিয়েছেন। এছাড়া কুতুবদিয়ার লবণ চাষীদের সমস্যার কথাও তুলে ধরে সমাধানের কথা বলেছেন।

ভিডিও বার্তায় তিনি মহেশখালী থেকে কক্সবাজার এবং কুতুবদিয়া থেকে বাঁশখালী পর্যন্ত সংযোগ সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন।

এছাড়া আসন্ন নির্বাচনে মহেশখালী ও কুতুবদিয়ার জনগণ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশা করেন নাজমুস সাকিব।

0Shares